
- এম কে কামরুল ইসলাম বরিশাল
- নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বিশিষ্ট শিক্ষা অনুরাগী এডভোকেট মোহাম্মদ আখতার হোসেন রিপনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন মানুষই উন্নতি করতে পারেনা। তাই নতুন প্রজন্ম ও ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে দেশ গড়ার লক্ষ্যে। লেখাপড়ার পাশাপাশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। অভিভাবকদের সচেতন হতে হবে যাতে করে ছেলেমেয়েরা অসৎ ও খারাপ কাজে না জরায়। গত গতকাল বুধবার দিনব্যাপী এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় বক্তব্য রাখেন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মজিবুর রহমান, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার আজিম, উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মৎ শিরিন আক্তার, নলছিটি উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আমিন, উপজেলা সহকারী কর্মকর্তা কামরুজ্জামান রেজা, মগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন সরদার, মগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হাওলাদার,প্রমুখ। এ ছাড়াও এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষা অনুরাগী সহ ছাত্রছাত্রীর অভিভাগবৃন্দ উপস্থিত ছিলেন।বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও অভিভাবক জনতা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন।