
ওসমান গনি সোহাগ,নাটোর প্রতিনিধি।
গতকাল ০৯ মার্চ ২০২৫ খ্রি. নাটোর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জনাব আসমা শাহীন, জেলা প্রশাসক, নাটোরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার, নাটোর জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার, নাটোর চলমান মাহে রমজান, আসন্ন স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র ঈদুল ফিতর, নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণসহ সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তিনি নাটোর জেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদ কর্মী ও সমাজ কর্মী সহ সংশ্লিষ্টদের প্রতিনিয়ত সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশ সুপার, নাটোর সামনের দিনগুলোতে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন।
এসময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জনাব সনজয় কুমার সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সমাজ কর্মী উপস্থিত ছিলেন।