
সজল মাহমুদ,রাজশাহী
ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার সাড়ে ১১ টা থেকে ঘন্টাব্যাপী রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শেষে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় উপস্থিত না হয়ে প্যারিস রোডে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এরপর বেলা সাড়ে ১১টায় মহাসড়ক অবরোধ করে যানবাহন বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবস্থান নিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, নারীদের নিরাপত্তা না দিতে পারলে এই সরকারের প্রয়োজন নেই৷ ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে৷ অন্তর্বর্তীকালীন সরকার কে সবার আগে নারীদের নিরাপত্তা দিতে হবে। তারপর অন্য কাজ করতে হবে।
বিক্ষোভ শেষে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ করার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।