
মোঃ হাছনাইন ,তজুমদ্দিন, ভোলা
ভোলার তজুমদ্দিনে জমি কেনার জন্য দেওয়া ৫ লাখ ৫০ হাজার টাকা ফেরত না পেয়ে প্রতারণার অভিযোগ তুলেছেন ব্যবসায়ী আব্দুল মতিন। শনিবার (৮ মার্চ) তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
২০২১ সালে এডভোকেট মোজাম্মেল হকের কাছ থেকে জমি কেনার চুক্তি হয়। উকিলের পরামর্শে তার খালাতো ভাই ফারুক ক্যাশিয়ারকে অগ্রিম টাকা দেওয়া হয়। পরে দলিল নিতে গেলে উকিল জানান, তিনি টাকা পাননি।
টাকা ফেরত চাইলে লিটন মহাজন ও মনির শিকদার হুমকি দেন এবং লিটন মহাজন পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেন। ভয় পেয়ে তিনি দেশ ছেড়ে যান। ফিরে এসে প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন আব্দুল মতিন।