
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন পরিচয়ে এক পথচারীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টার পর ট্রেজারি অফিসের সামনে ভূমি অফিস-লাখেরাজপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মতিউর রহমান। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার মাঝপাড়ায়।
এ ঘটনায় ভুক্তভোগী পথচারী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
মতিউর রহমান জানান, সকালে রেকর্ড রুমের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কথা বলেন। একপর্যায়ে আমার কাছে থাকা টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
তিন আরও জানান, ‘ওই ব্যক্তি হেলমেট পরা ছিল, এ জন্য তাকে চিনতে পারিনি। ঘটনার সময় রেকর্ডরুমের সামনে পুলিশের একজন কন্সটেবল দায়িত্ব পালন করছিলেন। আমার চিৎকার শুনে তিনিও এগিয়ে আসেন, কিন্তু ততক্ষণে ছিনতাইকারী পালিয়ে যায়।’
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান অভিযোগকারীর বরাত দিয়ে বলেন, মঙ্গলবার সকাল ১০টার পর ট্রেজারি অফিসের সামনে এক প্রতারক মোটরসাইকেলযোগে এসে এক পথচারীকে প্রশাসনের পরিচয় দিয়ে বলে— ‘আমি প্রশাসনের লোক। এই রাস্তায় গাঁজা, হেরোইনসহসহ মাদক পাচার হয়। দেখি তোমার কাছে কি আছে?’ বলে পথচারীর দেহ তল্লাশি করে ৩০ হাজার টাকা পায় এবং বলে, ‘এগুলো তো জাল টাকা।’ এ কথা বলে টাকাগুলো নিয়ে প্রতারক চলে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ ছিনতাইকারীকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান ওসি।