
শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামের মহিলা আবাসিক মাদ্রাসার পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্যুর আয়োজন, মাদকদ্রব্য সেবনসহ স্থানীয় বিএনপি নেতা ও অঙ্গসংগঠনের কিছু নেতৃবৃন্দের এমন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।
রাতভর দেশীয় মদপান, অশ্লীল নৃত্যের চিত্রসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুর্হুতেই ভাইরাল হতে থাকে। এতে দলীয় ভাবমূর্তীসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে জানা যায়।
এলাকাবাসীসূত্রে জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়েলগাঁতী হাটখোল কবরস্থান সংলগ্ন হাটখোলা এলাকায় রাত আড়াইটা পর্যন্ত উচ্চস্বরে বক্স গান বাজিয়ে যাত্রাপালার আয়োজন করা হয়েছিল। সেখানে পতিতালয়ের নারীদের এনে যাত্রাপালার আয়োজন করে স্থানীয়রা।
ভাইরাল হওয়া ফেসবুকের ছবিতে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে যাত্রাপালার নামে অশ্লীল নৃত্যু না হওয়ার বিষয়টি আয়োজকদের একাধিকবার বলা হলেও তাঁরা শোনেননি। এনিয়ে গ্রামে চাপাক্ষোভ বিরাজ করছে। এছাড়া নিন্দনীয় এ কাজ থেকে সড়ে আসার জন্য অনেকেই সামাজিক মাধ্যমে মত প্রকাশ করে করছে কিন্তু আয়োজক কমিটি ক্ষমতা সম্পন্ন হওয়ায় প্রকাশ্যে প্রতিবাদের সাহস পাচ্ছেন না সাধারণ জনতা।
শনিবার সকালে আমাদের কয়েলগাঁতী ফেসবুক পেজ এ পোস্ট করেন “আমাদের হাটখোলা আমাদের সবার প্রাণ, যেখানে মসজিদ, মাদ্রাসা পাশেই সুবিশাল কবরস্থান যেখানে কিনা রোজ গান বাজনা চলে বিশেষ করে প্রাইমারি স্কুলে,হাইস্কুলে তো মাঝে মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাউণ্ড সিস্টেম আনা হয়।
গতকাল রাতে মহিলা আবাসিক মাদ্রাসার সামনে পতিতালয়ের মেয়েদের নিয়ে এসে যাত্রা করানো হলো যা গ্রামের ভামূর্তি ঘুন্ন হচ্ছে। আর টুকু ভাইয়ের নাম ভাঙ্গিয়ে এসব নর্তকী আনা হয়ে ওপেনে মদ খাচ্ছে এই কি চেয়েছি??
এই অবস্থায় গ্রামের রিপুটেশন নষ্ট হচ্ছে গ্রামের যারা মুরুব্বি আছেন তাদের তো দৃষ্টি আকর্ষণ করে লাভ নেই কেননা আপনারা হলেন বড় টাউট। সেসব সাধারন মানুষকে বলছি এরকম চলতে থাকলে আপনি আপনারা কখনই নিরাপদ হবেন না বলে মন্তব্য করেন।