
স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখন বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট আয়োজিত ৩১-দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা নিয়ে প্রথম ২৭ দফা প্রস্তুত করেছিল বিএনপি। পরে অন্যান্য রাজনৈতিক দলের মতামত নিয়ে ৩১ দফা প্রণয়ন করা হয়।
তিনি আরো বলেন, যখন কেউ সাহস করেনি, তখন বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে বিএনপি। আজ যারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তাদের অনেকেই তখন সংস্কারের ধারে কাছেও ছিলেন না।
তারেক রহমান অভিযোগ করে বলেন, গত সতেরো বছরে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন, তারা বৈষম্যের শিকার হয়েছেন। আওয়ামী লীগ প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশকে ধ্বংস হাত থেকে রক্ষা করতেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি।
প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি (এডহক কমিটি) অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক (এডহক কমিটি) অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট নিহার হোসেন ফারুকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মো. খোরশেদ আলম।