
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি
বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত ২০২৪ সালের পঞ্চম শ্রেনী বৃত্তি পরীক্ষা ফলাফলে মেধা তালিকা প্রথম হয়েছে ভোলার বাংলাবাজার ফেইথ স্কুলের শিক্ষার্থী ইকরা আবিদা তাহিয়া।
১০০ নম্বরের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ১০০ নম্বর পেয়ে প্রথম হয় তাহিয়া। তাহিয়া দৌলতখান উপজেলার জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল নোমান এর কনিষ্ঠ কন্যা।সে বর্তমানে জয়নুল আবদীন ল্যবারেটরী হাই স্কুলের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী।ফলাফল পেয়ে মহাখুশি সে। কলমের কন্ঠ প্রতিবেদককে তাহিয়া বলেন,বৃত্তি পরীক্ষা প্রথম হতে পেরে আমি খুব খুশি হয়েছি।আমি ধন্যবাদ জানাই আমার শিক্ষকদের যারা আমাকে ভালোভাবে পাঠদান করেছে। সেই সাথে ধন্যবাদ জানাই আমার আব্বু, আম্মু ও আমার বড় বোনকে,তারা সবসময় আমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলতো।তাহিয়া আরো বলে,এই ফলাফল আমাকে ভবিষ্যতে আরো ভালো করার অনুপ্রেরনা যোগাবো।
উল্লেখ্য?শনিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মনোয়ারা ভূঁইয়ার সভাপাতিত্বে অ্যাসোসিয়েশনের শিক্ষা সম্পাদক মো. আব্দুল আলীম বৃত্তি পরীক্ষা- ২০২৪ এর ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফারুক হোসেনের কাছে হস্তান্তর করেন বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফারুক হোসেনের অনুরোধে শিক্ষা সম্পাদক মো. আব্দুল আলীম ফলাফল ঘোষণা করেন।২০২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশে ১৩৭টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ পরীক্ষায় প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে ১২ হাজার ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পায়।সম্মিলিত মেধাতালিকায় ৩শ ৯৫ জন, ট্যালেন্টপুলে ২ হাজার ৫শ ২১ জন, সাধারণ গ্রেডে ২ হাজার ৯শ ৫৪ জন, বিশেষ গ্রেডে ৬ হাজার ৫শ ৪৪ জন বৃত্তি পায়।