
মো. আতিক ইসলাম,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্রাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির টিকটক-প্রমিজ প্রকল্পের নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত কর্মশালায় ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুনের সভাপতিত্বে এসডিপি স্টার প্রকল্পের জেলা ব্যবস্থাপক রেশমা খাতুনের সঞ্চালনায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচী ও প্রমিজ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন আশনা। এতে আরো বক্তব্য দেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার আবু বক্কর সিদ্দীক, শাখা ব্যবস্থাপক শাহ শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ অন্যরা। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ঋণদাতা সংস্থার ব্যবস্থাপকরা। কর্মশালায় অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ঋণদাতা সংস্থার কর্মকর্তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচী ও উদ্যোক্তাদের জন্য তাদের প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা নিয়ে আলোকপাত করেন। কর্মশালায় সার্বিক সহায়তা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচী প্রমিজ প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার সেনাস মার্ডি ও স্টার প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার এমদাদুল হক।