
মোঃ শামছুল হক
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। হোসেনপুর পৌর বিএনপির উদ্যোগে শনিবার ১৫ ফেব্রয়ারী বিকালে ধনকুড়া নতুন মিনি স্টেডিয়ামে এ টুনামেন্টের উদ্বোধন করেন
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম শফিকুল হক শফিক ।
ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা যুব দলের আহবায়ক মোঃ সাফায়েত হোসেন সম্রার্ট।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসিম সবুজ প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিদলা ইউনিয়ন ফুটবল একাডেমি বনাম পাকুন্দিয়া জাপান বাংলা ফুটবল একাডেমি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সিদলা ইউনিয়ন একাদশ ২-০ ব্যবধানে পাকুন্দিয়া জাপান বাংলা ফুটবল একাডেমিকে পরাজিত করে।
সিদলা ইউনিয়ন একাদশ খেলার সৌজন্য আয়োজন করেন সিদলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আবুল হোসেন মেম্বার।