
মোঃ শামছুল হক,হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে হোসেনপুর উপজেলা শাখা ইসলামী ছাত্র শিবির। সোমবার উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এ সংবর্ধনার প্রদান করা হয়।
হসেনপুর উপজেলা শাখার ইসলামী ছাত্রশিবির সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের ইশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদ আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক হোসেন ভূঁইয়া।
জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলার দ্বিতীয় বারের নির্বাচিত আমির আমিনুল হক, ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফখরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির ডুয়েট শাখার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জামিল মাহমুদ, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন, ইসলামী ব্যাংক হোসেনপুর শাখার ম্যানেজার মমিনুল নাবিল, হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার লেকচারার জুবায়ের ইবনে আব্দুল হাই,
হোসেনপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ রহমত আলী, পৌর জামায়াতের সাধারন সম্পাদক মোঃআফাজ উদ্দিন মাস্টার। হোসেনপুর উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পরিচালনা করেন শিবিরের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম।