
কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গা পিড়িত কুড়িগ্রামের দরিদ্র অসহায় গরিব মানুষদের চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করে প্রশংসায় ভাসছেন গরিবের ডাক্তার নামে খ্যাত ডা. মো. ইউনুস আলী। প্রতিনিয়ত বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এই চিকিৎসাসেবা প্রদান করেন এই কার্ডিওলোজিস্ট। বিনিময়ে নেন না ডাক্তার ভিজিট। চিকিৎসাসেবার পাশাপাশি দিয়ে থাকেন ঔষধও। তার এই মহতী উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস উপলক্ষে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের শুকানদিঘি এলাকার সমাজসেবক মঞ্জুরুল আলম জুয়েলের আয়োজনে এবং শুকানদিঘি হাজিরহাট যুব ঐক্য পরিষদের আয়োজনে সন্ধ্যায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় শহস্রাধিক গরিব-অসহায় শিশু ও নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব এর বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ইউনুস আলী। এ সময় চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদেরকে ফ্রি ঔষধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি ওই এলাকার সুবিধাভোগীরা। তারা জানান এমন আয়োজন হওয়া প্রয়োজন বারবার-
আয়োজকরা বলছে দরিদ্রতম এলাকায় অর্থাভাবে চিকিৎসাসেবা নিতে পারেন না অনেকেই। তাই গরিব ও অসহায় মানুষদের সঠিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যেই এমন উদ্যোগ হাতে নিয়েছেন তারা-
এ চিকিৎসক জানান শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে গরিব ও অসহায়দের পাশে থাকতে চান তিনি। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতেও অংশ নিতে চান এই চিকিৎসক।
হাসনাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক সহ-সভপাতি শহিদুল ইসলামসহ অনেকে।