
এম কে কামরুল ইসলাম বরিশাল
বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ চরআইচা এলাকার মাদক সম্রাট মিজান মাঝি রয়েছেন ধরাছোয়ার বাইরে। স্থানীয়দের এমন অভিযোগ উঠেছে বর্তমানে নতুন সাম্রাজ্য তুলেন তিনি। বিএনপির ওয়ার্ড কমিটির পোস্ট পাইয়ে দেয়ার কথা বলেও হাতিয়ে নিচ্ছেন টাকা । মিজান মাঝি নিজেকে বিএনপির সায়েস্তাবাদ ইউনিয়নের যুবদলের একাংশ সদস্য সচিব দাবি করেন। তবে এরা এলাকায় মাদক ঘাঁটি বানাচ্ছে কিনা ইতিমধ্যে তা পুলিশ নজরদারি করছে।
স্থানীয়রা জানান, মিজান মাঝি রাত হলেই মাদক জুয়া সহ বিভিন্ন বিষয়ে বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্বে প্রতিবাদ করলে এলাকায় বসবাস করাই অসম্ভব হয়ে দাড়ায় বলে প্রতিবাদ করছেনা কেউ। ফেইসবুকে আরো একটি ছবি ভাইরাল হয় সেখানে দেখা যায় জুয়ার কোট থেকেও টাকা নিতে। এবিষয়ে এলাকাবাসি প্রশাসনের সুদিষ্ঠি কামনা করেন যেন জুয়া ও মাদক মুক্ত হয়ে ওঠে সায়েস্তাবাদ ইউনিয়ন।
তবে মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন মিজান মাঝি। তিনি ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে লেখা রয়েছে তিনি কখনো মাদক সেবন করতে না তবে একদিন শুধু টেস্টিং করেছেন। সেই ছবি তুলে কে বা কারা ফেইসবুকে ছরিয়ে দিয়েছেন। এদিকে অনুসন্ধানে জানা গেছে, মিজান মাঝি ও তার রয়েছেন আরো দুই সহযোগী এদের বিরুদ্ধে রয়েছে মাদক সেবনের অভিযোগ।
এবিষয়ে এপিএস হারুন জানান, বিএনপির সাথে জড়িত থেকে কেউ মাদক সেবন বা বিক্রির সাথে জড়িত প্রমান হলে তাদের বিরুদ্বে দলিয় ভাবে ব্যবস্থা নেওয়া হবে।