আতিকুর রহমান আতিক,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জীমের উপর হামলায় তিন সন্ত্রাসী গ্রেফতার করেছেন সদর থানা পুলিশ।
পুলিশ জানায় ,সোমবার রাতে তারা গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গনে বানিজ্য মেলায় গেলে সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জীম এর ওপর হামলা চালায় । এতে তারা গুরুতর আহত হন। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরপরই ছাত্র নেতারা অপরাধীদের গ্রেফতার দাবীতে গাইবান্ধা থানায় গিয়ে বিক্ষোভ করেন ও অবস্থান নেয় তাদের সহপাঠীরা । পরে পুলিশের আশ্বাশে তারা থানা চত্তর থেকে বেরিয়ে আসেন । রাতে দুস্কুতিকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় আজ মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা গাইবান্ধা পৌর পার্ক চত্তরে প্রতিবাদ সমাবেশ করে । পরে তারা বিক্ষোভ বের করে শহর প্রদক্ষিন করে ।এঘটনায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা সদর থানা পুলিশ সুজন মিয়া,নাজমুল ও কিরন সহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেন।
গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার জানান, যারা হামলা চালিছে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: মেসবাউল হক
বার্তা: সম্পাদক : মো: তারেক রহমান
ব্যবস্থাপনা পরিচালক : আব্দুল মবিন
© cnbanglatv