বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.শাহজাহান মিঞা বলেছেন বর্তমানে বিএনপির মধ্যে কোন বিভেদ নেই। ফ্যাসিষ্ট হাসিনা সরকারকে ছাত্রজনতার গনঅভ্যুথানে দেশছাড়া করে দেশের মানুষ এখন ভাল আছে। তবে একটি পক্ষ চাইবে গ্রুপিং করে দলের মধ্যে ঐক্য নষ্ট করতে। তিনি দলের নেতা কর্মীদের কারও সঙ্গে দ্বন্দে লীপ্ত না হওয়ার জন্য আহবান জানান। এমনকি কারও প্রতি অত্যাচার না করারও নির্দেশনােদেন। আজ শুক্রবার বিকেলে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।
শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আদিনা'র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক,উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম,সম্মানিত সদস্য সারওয়ার জাহান সেন্টু,সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: মেসবাউল হক
বার্তা: সম্পাদক : মো: তারেক রহমান
ব্যবস্থাপনা পরিচালক : আব্দুল মবিন
© cnbanglatv