
জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করায় দুই গ্রুপের অন্তর্দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।
এ নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জনগণের জান-মালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনায় রবিবার বিকেলে সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
কালাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেকার রহমান রবিবার বিকেল ৩ টা হতে সোমবার সকাল ৮ পর্যন্ত পুনুট ইউনিয়নের বাস স্ট্যান্ড এলাকাসহ সমগ্র ইউনিয়নে সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন।
মো. ইফতেকার রহমান স্বাক্ষরিত নিষেধাজ্ঞায় বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কালাই উপজেলার পুনট ইউনিয়ন কমিটি ঘোষণা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং জনসাধারণের জান-মাল ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ জন্য ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা বলে কালাই উপজেলার পুনট ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকাসহ সমগ্র পুনট ইউনিয়নে ১৬ ফেব্রুয়ারি বিকাল ০৩ টা হতে ১৭ ফেব্রুয়ারি সকাল ০৮ টা পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, সকল প্রকার আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র যেমন দা, হাসুয়া, লাঠিসোঠা ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ০৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ আদেশ লংঘণকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।