০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে করে মারধরের ঘটনায় ,বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক

  • CN Bangla
  • Update Time : ০২:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬ Time View

Oplus_131072

জাহাঙ্গীর আলম

ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্ত অতিক্রম করে বিএসএফ সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৫ ফেব্রুয়ারি শনিবার উপজলার গোড়কমন্ডল সীমান্তে দুপুর ১ টা থেকে প্রায় ঘন্টাব্যাপি এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নেতৃত্বে ১৫ সদস্যদের প্রতিনিধি দল এবং বিএসএফ এর কমরেড অমিত কুমারের নেতৃত্বে ১০ সদস্যদের বিএসএফ এর প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠকে বিএসএফ সদস্যদের সীমানা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বিজিবি। এসময় সীমানা অতিক্রমের জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ এর প্রতিনিধি দল। পাশাপাশি সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকারী বিএএসএফ সদস্যদের বিরুদ্ধে বাহিনীর প্রচলিত আইন অনুযায়ী বিচারের আশ্বাস দিয়েছেন কমরেড অমিত কুমার।

পতাকা বৈঠক শেষে সীমানা অতিক্রম করে বিএসএফ সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের এলাকা পরিদর্শন করেন লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম। এসময় তিনি স্থানীয়দের নির্ভয়ে সীমান্তে বসবাসের কথা বলেন। এবং যে কোন পরিস্থিতিতে বিজিবি স্থানীয়দের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশীরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে অর্থপেডিক চিকিৎসক ডা. আতাউল হকের অপচিকিৎসায় পঙ্গুত্ববরণ করা ভুক্তভোগী এক রোগী আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হওয়ায় ক্ষতিপূরণ ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রুগী জয়পুরহাট সদর উপজেলার দোগাছি বোর্ডঘর গ্রামের আবু বক্করের ছেলে আবু হায়াত। আবু হয়াত তাঁর লিখিত অভিযোগ পাঠ করে জানান, দুর্ঘটনায় তার ডান পায়ের আর ভেঙে গেলে তিনি ডাক্তার আতাউল হকের শরণাপন্ন হন। দিন ছিল ২০২৩ সালের ২০ নভেম্বর। সেদিন তিনি চিকিৎসার জন্য জয়পুরহাট শহরের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে যান। সেদিন নগদ দেড় লাখ টাকা নিয়ে জয়পুরহাট শহরের ওই বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদান শুরু করেন অর্থোপেডিক্স চিকিৎসক ডা. আতাউল হক। সেই থেকে তিনি ডা. আতাউল হকের পরামর্শ মত নিয়মিত চিকিৎসা গ্রহণ করতে থাকেন। এরই এক পর্যায়ে তাঁর (আবু হায়াতের) ক্ষতস্থানে পচন ধরে। যা একপর্যায়ে হাড় পর্যন্ত গিয়ে ঘা হয়। এরপরও ডা. আতাউল হকই তাঁকে নিয়মিত চিকিৎসা দিতে থাকেন। তবে রোগীর অবস্থার অবনতি হতে থাকে। তখন অবস্থা বেগতিক দেখে ওই চিকিৎসক তাঁকে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ততোদিনে তাঁর আরও প্রায় দুলাখ টাকা খরচ হয়ে যায়। ওই টাকা সংগ্রহ করতেই তাঁকে তাঁর সহায় সম্পত্তি বিক্রি করতে হয়। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েন। ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা করার মতো সম্বল তাঁর নেই। এ অবস্থায় তিনি আর্থিক ক্ষতিপূরণসহ অর্থোপেডিক্স চিকিৎসক ডা. আতাউল হকের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আনীত অভিযোগ বিষয়ে অর্থোপেডিক্স চিকিৎসক ডা. আতাউল হকের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে করে মারধরের ঘটনায় ,বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক

Update Time : ০২:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

জাহাঙ্গীর আলম

ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্ত অতিক্রম করে বিএসএফ সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৫ ফেব্রুয়ারি শনিবার উপজলার গোড়কমন্ডল সীমান্তে দুপুর ১ টা থেকে প্রায় ঘন্টাব্যাপি এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নেতৃত্বে ১৫ সদস্যদের প্রতিনিধি দল এবং বিএসএফ এর কমরেড অমিত কুমারের নেতৃত্বে ১০ সদস্যদের বিএসএফ এর প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠকে বিএসএফ সদস্যদের সীমানা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বিজিবি। এসময় সীমানা অতিক্রমের জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ এর প্রতিনিধি দল। পাশাপাশি সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকারী বিএএসএফ সদস্যদের বিরুদ্ধে বাহিনীর প্রচলিত আইন অনুযায়ী বিচারের আশ্বাস দিয়েছেন কমরেড অমিত কুমার।

পতাকা বৈঠক শেষে সীমানা অতিক্রম করে বিএসএফ সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের এলাকা পরিদর্শন করেন লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম। এসময় তিনি স্থানীয়দের নির্ভয়ে সীমান্তে বসবাসের কথা বলেন। এবং যে কোন পরিস্থিতিতে বিজিবি স্থানীয়দের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশীরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।