
নওগাঁর পত্নীতলায় পিকআপের ধাক্কায় আব্দুর করিম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পলাশ নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
নিহত আব্দুর করিম যুগীবাড়ি রঘুনাথপুর গ্রামের এনাদুল ইসলামের ছেলে।
সোমবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে নজিপুর পৌরসভার নওগাঁ রোডের কাল্লাকাটি (পুঁইয়া) মোড়ে গুরুতর আহত অবস্থায় তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করেন।
স্হানীয় এলাকাবাসী জানান, একটি দ্রুতগতির পিকআপ কাল্লাকাটি মোড়ে মোটরসাইকেলের পিছনে জোরে ধাক্কা দিয়ে ড্রাইভার পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসি। এদের মধ্য থেকে একজন মারা যায়। আরেকজন হাসপাতালের জরুরি বিভাগ থেকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেছে।
পত্নীতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত পিকনিকআপ আটক করা হয়েছে। নিহতের লাশ সুরতাল তৈরি শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।