০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

  • CN Bangla
  • Update Time : ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ৩ Time View

রাজশাহী প্রতিনিধি

ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এবং সবকিছুতে ‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন অবরোধ করেন তাঁরা।

এদিকে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ঢাবি ভক্তি’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘সিন্ডিকেটের আধিপত্য, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ঢাবিজম না বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচি শেষে আজ বুধবার সকাল ৯টা থেকে রেললাইন অবরোধের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পরে সময় পরিবর্তন করে কর্মসূচি বেলা ১১টা থেকে করা হয়।

বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, ‘চব্বিশ-পরবর্তী সময়ে উপদেষ্টা, বিভিন্ন সংস্কার কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য লক্ষ করা গেছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের বলয় থেকে বাইরে বেরিয়ে আসতে চাই। আমরা চাই ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ।’

এ বিষয়ে আন্দোলনকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যতগুলো স্টেক ছিল, তাদের প্রত্যেকের প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। ইউজিসি, পিএসসিসহ বিভিন্ন সংস্কার কমিশন পুনর্গঠন করতে হবে। পাশাপাশি এই জায়গাগুলোতে সবার অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।’

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে এখন সব ট্রেন রাজশাহী স্টেশন ও হরিয়ান স্টেশনে আটকা আছে। আন্দোলন স্থগিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাত হলেই সায়েস্তাবাদে গড়ে মাদকের সাম্রাজ্য

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

Update Time : ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

রাজশাহী প্রতিনিধি

ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এবং সবকিছুতে ‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন অবরোধ করেন তাঁরা।

এদিকে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ঢাবি ভক্তি’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘সিন্ডিকেটের আধিপত্য, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ঢাবিজম না বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচি শেষে আজ বুধবার সকাল ৯টা থেকে রেললাইন অবরোধের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পরে সময় পরিবর্তন করে কর্মসূচি বেলা ১১টা থেকে করা হয়।

বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, ‘চব্বিশ-পরবর্তী সময়ে উপদেষ্টা, বিভিন্ন সংস্কার কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য লক্ষ করা গেছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের বলয় থেকে বাইরে বেরিয়ে আসতে চাই। আমরা চাই ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ।’

এ বিষয়ে আন্দোলনকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যতগুলো স্টেক ছিল, তাদের প্রত্যেকের প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। ইউজিসি, পিএসসিসহ বিভিন্ন সংস্কার কমিশন পুনর্গঠন করতে হবে। পাশাপাশি এই জায়গাগুলোতে সবার অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।’

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে এখন সব ট্রেন রাজশাহী স্টেশন ও হরিয়ান স্টেশনে আটকা আছে। আন্দোলন স্থগিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।