এম কে কামরুল ইসলাম, বরিশাল
নলছিটি উপজেলা রানাপাশা ইউনিয়নের মো রাসেল বিশ্বাসকে এলোপাতারি কুপিয়ে জখম করে ৬২৫০০ টাকা নিয়ে যায় এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী। মামলা সূত্রে জানা যায় গত ৫/০৩/২০২৫রোজ বুধবার আনুমানিক ৫:১০মিনিটের সময় জরুরী কাজে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় মোঃ রাসেল বিশ্বাস। এ সময় ও পেতে থাকা সন্ত্রাসী মাদকসেবী জুলহাস মাঝি (২৪)পিতা: জলিল মাঝি, সজীব মাঝি (২২)নেছাহার মাঝি, জলিল মাঝি (৫৫)পিতা: সফিউদ্দিন মাঝি,সৌখিন মাঝি(২২) পিতা জলিল মাঝি, ফারুক মাঝি পিতা( ৫২) শফিউদ্দিন মাঝি ছাদের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ও পেতে থাকে। এক পর্যায়ে তারা বাইকের গতিরোধ করে এলোপাতারি কুপিয়ে এবং জিআই পাইপ দিয়ে আহত করে তার সাথে থাকা ৬২৫০০ টাকা ছিনিয়ে নেয়এবং বাইকটি ভাঙচুর করে। খবর পেয়ে এলাকার লোকজন ছুটে আসলে তাদের সামনে থেকে ধারালো অস্ত্র দেখিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল নিয়ে যেতে বলেন।তখন তার স্বজনরা নলছিটি থানা পুলিশকে অভিহিত করে শেরে বাংলা মেডিকেলে নিয়ে যান।
এ ব্যাপারে তার বড় ভাই তারিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এবং নলছিটি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৪ নং জলিল মাঝি (৫৫) কে গ্রেফতার করতে সক্ষম হন।
সম্পাদক ও প্রকাশক : মো: মেসবাউল হক
বার্তা: সম্পাদক : মো: তারেক রহমান
ব্যবস্থাপনা পরিচালক : আব্দুল মবিন
© cnbanglatv