রিপোর্ট : আবদুল্লাহীল কাফি ( ফয়সাল )
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ১৭ মার্চ আয়োজন করা হচ্ছে এক বিশাল গণইফতার মাহফিল। এই মাহফিলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ ইনস্টিটিউটের সকল সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
ইতিহাসের সবচেয়ে বড় এই ইফতার আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। আজ ১৬ তারিখ বিকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে গরু নিয়ে এসে কোরবানির ব্যবস্থা করেছেন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ হাতে রান্নার আয়োজন করছেন, যা এই আয়োজনকে আরও ব্যতিক্রমী ও ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে তুলে ধরছে।
শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই ক্যাম্পাসজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। একসাথে এত সংখ্যক মানুষকে নিয়ে ইফতারের আয়োজন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীরা মনে করছেন, এই আয়োজন শুধু ইফতার মাহফিল নয়, বরং এটি পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
আগামী ১৭ মার্চ এই মহতী আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক : মো: মেসবাউল হক
বার্তা: সম্পাদক : মো: তারেক রহমান
ব্যবস্থাপনা পরিচালক : আব্দুল মবিন
© cnbanglatv