চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দলের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। সদস্য সংগ্রহ উপলক্ষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওবায়েদ পাঠান, শ্রমিক দলনেতা হাবিবুর রহমান লিটনসহ বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: মেসবাউল হক
বার্তা: সম্পাদক : মো: তারেক রহমান
ব্যবস্থাপনা পরিচালক : আব্দুল মবিন
© cnbanglatv