
স্টাফ রিপোর্টার,চাঁপাইনবাবগঞ্জে
চাঁপাইনবাবগঞ্জে লোকাল ট্রেনে এক যাত্রীর হারিয়ে যাওয়া স্বর্ণের বালা উদ্ধার করে দিয়েছেন স্টেশন মাস্টার। শনিবার সকালে হারানোর পর ওই বালাটি বিকালে উদ্ধার করা হয়। ঘটনার পর প্রশংসায় ভাসছেন চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ।
ওই ট্রেন যাত্রীর নাম জয়নব খাতুন। তিনি জেলার ভোলাহাট উপজেলার সুরানপুরের আব্দুল আজিজের স্ত্রী।
জয়নব খাতুন ও আব্দুল আজিজ জানান, জেলার রহনপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনে নাচোল স্টেশন থেকে ওঠেন তারা। নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার পথে জয়নবের হাতে থাকা স্বর্ণের একটি বালা পড়ে যায়। বিষয়টি তখন বুঝতে পারেননি স্বামী-স্ত্রীর কেউই। ট্রেন থেকে নামার পর স্টেশনে তারা খেয়াল করেন জয়নবের এক হাতে বালা থাকলেও আরেক হাতে নেই। এরপর দুজনেই ছুটে যান স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে। কিন্তু ট্রেনের প্রতিটি বগি খুঁজেও বালাটি পাননি। তখন কান্নায় ভেঙে পড়েন জয়নব খাতুন।
স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ বলেন, ‘যাত্রীর কাছ থেকে বালা হারানোর কথা জানতে পেরে স্টেশনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখি। ফুটেজে স্টেশনের প্লাটফর্মে বয়স্ক এক ব্যক্তিকে বালা হাতে দেখা যায়। ছবিটি জয়নব খাতুনকে দেখালে ওই ব্যক্তিকে চিনতে পারেন তিনি। ট্রেনে জয়নবদের পাশাপাশি আসনে বসেই এসেছিলেন ওই ব্যক্তি। গল্প-প্রসঙ্গে ওই ব্যক্তি জয়নবদের বলেছিলেন, পায়ের ব্যথার চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ শহরে এসেছেন। এ কথা শোনার পর চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও খোঁজ মেলেনি ওই ব্যক্তির। তখন আমরা চিন্তা করি ওই ব্যক্তি যেহেতু ট্রেনে এসেছেন চিকিৎসার জন্য, নিশ্চয়ই ট্রেনেই ফিরে যাবেন। স্টেশনের সব স্টাফদের ওই ব্যক্তির ছবি দেখিয়ে তাদেরকে খেয়াল রাখতে বলি। বিকালে ফিরতি ট্রেনে নাচোল যাওয়ার জন্য ওই ব্যক্তি আবারও স্টেশনে আসেন। তখন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও রেলওয়ে পুলিশ সদস্যদের সহযোগিতায় তাকে শনাক্ত করা হয় এবং বালাটি ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয়। প্রথমে ওই ব্যক্তি অস্বীকার করেন। কিন্তু পরে তাকে সিসিটিভি ফুটেজ দেখালে বালা পাওয়ার কথা স্বীকার করেন এবং ফিরিয়ে দেন।’