
আতিকুর রহমান আতিক,গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জয়ন্ত কুমার রায় (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ব্র্যাকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ন্ত কুমার রায় লালমনিরহাট সদর উপজেলার তেতুলিয়ার ধলিয়া এলাকার ধরণী কান্তের ছেলে।
স্থানীয়রা জানান, ওই সময় জয়ন্ত কুমার মোটরসাইকেল করে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক জয়ন্ত কুমার রায় ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।