মোহাম্মদ সেলিম,চট্টগ্রাম জেলা প্রতিনিধি
কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ওলামালীগের সভাপতি ডাঃ মাওলানা মুহাম্মদ ইউনুছ অহিদি(৬৫) কে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত মাওলানা মুহাম্মদ ইউনুছ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ফোরকান মাস্টারের বাড়ীর মৃত আলী আহমদ ও মৃত হালিমা খাতুনের পুত্র।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: মেসবাউল হক
বার্তা: সম্পাদক : মো: তারেক রহমান
ব্যবস্থাপনা পরিচালক : আব্দুল মবিন
© cnbanglatv