শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিশু যত্ন কেন্দ্রের আচল স্কুলে পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেনীর এক স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা দায়ের, অভিযুক্ত ধর্ষক স্কুল ছাত্র পলাতক।
গত রবিবার (৯ই মার্চ) জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের নারুয়া গ্রামে ধর্ষনের ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ধর্ষক স্কুলছাত্র মোহাম্মদ (১৫) শিশু যত্ন কেন্দ্র আচলের শিক্ষিকা ও একই গ্রামের আব্দুল আলিমের ছেলে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন, রবিবার সকালে ভুক্তভোগী স্কুলছাত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের শিশু যত্ন কেন্দ্র প্রকল্পের আওতায় একটি এনজিও পরিচালিত আচল স্কুলে পড়তে যায়। আচল স্কুলের শিক্ষিকার বাড়িতে স্থাপিত স্কুলে পড়তে যাওয়া শিশুটিকে একা পেয়ে শিক্ষিকার ছেলে মোহাম্মদ ধর্ষন করে বলে জানায় ভুক্তভোগীর অভিভাবকেরা। দুপুরে ভুক্তভোগী শিশুটি বাড়িতে গেলে তার পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারলে প্রথমে স্থানীয় চিকিৎসকের চিকিৎসা গ্রহন করে। এতে অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো বলেন, শিশুটির বাবার অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. উম্মে রুমান লীমা বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা পাওয়া গেছে। তবে বর্তমানে ব্লিডিং বন্ধ আছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মো: মেসবাউল হক
বার্তা: সম্পাদক : মো: তারেক রহমান
ব্যবস্থাপনা পরিচালক : আব্দুল মবিন
© cnbanglatv