
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ডেভিল হান্ট করতেছে, কিন্তু ইউনুস সাহেবের চারপাশে এখনও ডেভিল ঘোরাফেরা করতাছে। এইজন্যই বাজারের জিনিসপত্রের দাম কমেনাই, সিন্ডিকেট তারা ভাঙতে পারেনাই।
সোমবার বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, এইযে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইছে এক টাকাও ফেরত আনতে পারেনাই। শেখ পরিবার পালালো কীভাবে, শেখ হাসিনা পালাইছে আমরা টিভিতে দেখছি।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত ১৭বছর যে সংগ্রাম চালিয়েছি তা চালিয়ে যেতে হবে।
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরন এবং সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।